ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:৩১, ২৬ জানুয়ারি ২০২৫
অর্ণব কুমার সরকার
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার সরকারকে (২৬) গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ২০-২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাতে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় নিহতের বাবা নিতীশ কুমার সরকার বাদী হয়ে এ মামলা করেন।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘মামলার এজাহারে হত্যার কোনো কারণ উল্লেখ করা হয়নি। এ ঘটনায় আটক তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে অথবা ছেড়ে দেওয়া হবে।’’
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান মিঠু বলেন, ‘‘প্রাথমিক তথ্য বলছে, এ হত্যাকাণ্ডে প্রথমে তিনটি মোটরসাইকেলযোগে আসে সন্ত্রাসীরা। এরপর আরো কয়েকটি মোটরসাইকেলযোগে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘তিনটি বিষয় লক্ষ্য রেখে আমরা তদন্ত করছি। আশা করছি, শিগগিরই হত্যার কারণ উদঘাটন ও হত্যাকারীদের গ্রেপ্তার করা হবে।’’
এর আগে, গত শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে অর্ণবকে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ছিলেন।
ঢাকা/নূরুজ্জামান/রাজীব