খুলনার বিএনপি নেতা শামীম বহিষ্কার

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২৪ জানুয়ারি ২০২৫  

খুলনার বিএনপি নেতা শামীম বহিষ্কার

খুলনা সদর থানার ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুব উল্লাহ শামীমকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাহাবুব উল্লাহ শামীমকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নগর বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন শুক্রবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বৃৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ স্বাক্ষরিত পত্রে  মাহাবুব উল্লাহ শামীমকে ওয়ার্ড বিএনপির সভাপতি পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে মাহবুব উল্লাহ শামীমের সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

Read Entire Article