গভীর রাতেও শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে

6 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের গেটে ছাত্রদলের পোস্টারিংয়ের প্রতিবাদে গভীর রাতেও বিক্ষোভ চলছে শিক্ষার্থীদের।

বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বিক্ষোভ শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা) শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রেখেছে।

বিজয় একাত্তর হলের অফিসের সামনে একাত্তর হলের শিক্ষার্থীরা এবং হলপাড়া ও অন্যন্য হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল করছে।

শিক্ষার্থীরা ‘লেজুড়বৃত্তির ঠিকানা—একাত্তর হলে হবে না’, ‘টু জিরো টু ফোর—লেজুড়বৃত্তি নো মোর’, ‘লেজুড়বৃত্তির ঠিকানা—এই ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ’, ‘পোস্টার থাকলে দেয়ালে—দুঃখ আছে কপালে’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা রাত সাড়ে ৯টা থেকে হলের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। একাত্তর হলের মিছিলের পর বিভিন্ন হলের শিক্ষার্থীরা মিছিল বের করে মূল মিছিলের সাথে যোগ দেয়।

এমএইচএ/এমআরএম

Read Entire Article