ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৮:২৩, ২৩ জানুয়ারি ২০২৫
মোনালি ঠাকুর
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী মোনালি ঠাকুরকে। গত মঙ্গলবার দিবাগত রাতে কোচবিহারের দিনহাটায় কনসার্ট চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বলে খবর প্রকাশ করেছে ভারতের প্রথম সারির অধিকাংশ গণমাধ্যম।
প্রিয় শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েন মোনালির ভক্ত-অনুরাগীরা। আবার কেউ কেউ তার অসুস্থতার খবর নিয়ে সংশয়ও প্রকাশ করেন। অবেশেষে মোনালি ঠাকুর নীরবতা ভাঙলেন; জানালেন নিজের শারীরিক অবস্থার ইতিবৃত্ত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মোনালি ঠাকুর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে এ গায়িকা লেখেন, “মিডিয়া এবং অন্য সকলে আমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। আশা করছি, আপনারা সকলেই ভালো আছেন। আমার শারীরিক অসুস্থতা সংক্রান্ত যাচাইবিহীন কোনো খবর শেয়ার না করার অনুরোধ জানাতে এটা লিখছি।”
হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ‘মিথ্যা’ উল্লেখ করে মোনালি ঠাকুর লেখেন, “সবার ভালোবাসা ও উদ্বিগ্নতা দেখে সত্যি আমি আনন্দিত। কিন্তু এটাও পরিষ্কার করতে চাই যে, আমার শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা নেই এবং আমি হাসপাতালেও ভর্তি হইনি। হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি পুরোপুরি মিথ্যা।”
শারীরিক অবস্থা ব্যাখ্যা করে মোনালি ঠাকুর বলেন, “ভাইরাল সংক্রমণ/ ফ্লু থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায়, সম্প্রতি শরীরিকভাবে খারাপ বোধ করছিলাম। যার ফলে এটি (ফ্লু) আবারো ফিরে আসে। ফ্লাইটের সময়ে সাইনাস-মাইগ্রেনের তীব্র ব্যথা হয়। এটুকুই।”
মোনালি ঠাকুর এখন মুম্বাইয়ে বাসায় অবস্থান করছেন। এ তথ্য উল্লেখ করে এই গায়িকা লেখেন, “আমি মুম্বাইতে ফিরে এসেছি। বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি, বিশ্রাম নিচ্ছি এবং সেরে উঠছি। খুব দ্রুত আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।”
মোনালি ঠাকুরের বাবা ছিলেন জনপ্রিয় অভিনেতা-গায়ক শক্তি ঠাকুর। বাবার পথ অনুসরণ করে একই অঙ্গনে পা রাখেন তিনি। বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন মোনালি ঠাকুর।
তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো— ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘গুডনাইট’ (দিল কাবাডি), ‘খুদায়া খায়ের’ (বিল্লু), ‘গোলামাল’ (গোলমাল থ্রি) প্রভৃতি। তা ছাড়া বলিউডের বেশ কিছু সিনেমায় অভিনয়ও করেছেন মোনালি।
ঢাকা/শান্ত