ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফিরলো বাংলাদেশের মেয়েরা

16 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ান মেয়েদের ৬০ রানে হারিয়েছে টাইগ্রিসরা। এতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে এই ম্যাচ জয়ের বিকল্প ছিল বাংলাদেশের। অবশেষে কাঙ্ক্ষিত সেই জয়টি পেয়েই গেছে জ্যোতিরা।

সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২০ বলে ৬৮ রান (৫ চারে) করেন শারমিন আক্তার। সোবহানা মোস্তারি ৩২ বলে ২৩, স্বর্ণা আক্তার ২৯ বলে ২১, ওপেনার ফারজানা হক ৩৫ বলে ১৮, আরেক ওপেনার মুর্শিদা খাতুন ২৪ বলে ১২ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে ২৮ রান করেন শেমাইনে কাম্পবেলে। শেষদিকে চ্যারি আন ফ্রেজার অপরাজিত ১৮, ওপেনার হ্যালি ম্যাথিউজ ১৬, মিডলঅর্ডার অ্যালিয়া অ্যালিনে ১৫ করেন।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের কারিসমা রামহারাক ৪ ও অ্যালিয়া অ্যালিনে ৩টি উইকেট শিকার করেন। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৩ এবং ফাতিমা খাতুন, রাবেয়া খান ও মারুফা আক্তার ২টি করে উইকেট শিকার নেন।

এমএইচ/এএসএম

Read Entire Article