ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
চট্টগ্রামে এক অজ্ঞাতপরিচয় নারীর পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাটহাজারী থানাধীন ফতেয়াবাদ বালুরটাল এলাকার একটি ঝোপ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, সন্ধ্যায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পুড়ে অঙ্গার হয়ে গেছে। মরদেহের পাশ থেকে ওড়না, জুতা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জীবন্ত অবস্থায় ওই নারীকে হাত-পা বেঁধে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এরপর মরদেহ ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমডিআইএইচ/এমআইএইচএস