চির নিদ্রায় শায়িত ভাষা সৈনিক বড়দা

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২৪ জানুয়ারি ২০২৫  

চির নিদ্রায় শায়িত ভাষা সৈনিক বড়দা

আশরাফ হোসেন বড়দা

বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এবং রংপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আশরাফ হোসেন বড়দা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

শুক্রবার (২৪ জানুয়ারি) রংপুর নগরীর গুপ্তপাড়া মসজিদে জুমার নামাজের পর জানাজা শেষে আশরাফ হোসেন বড়দাকে নুরপুর কবরস্থানে সমাহিত করা হয়। জানাজায় বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। 

আশরাফ হোসেন বড়দা ১৯৫২ সালে লালমনিরহাট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। ভাষা আন্দোলন অংশ নেওয়ার কারণে আশরাফ হোসেন ১৯৫৪ সালে আত্মগোপনে চলে যান। ১৯৫৫ সাল থেকে তিনি রংপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নগরীর গুপ্তপাড়ার নিউক্রস রোডের ডুয়ার্স ভবন ছিল ভাষাসৈনিক আশরাফ হোসেনের ঠিকানা।

আশরাফ হোসেন বড়দার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি, জাতীয় পার্টি, রংপুরের সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

ঢাকা/আমিরুল/মাসুদ

Read Entire Article