ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
যন্ত্রশিল্পী হিসেবে ইমন চৌধুরীর জাদুকরি হাত। সুরস্রষ্টা হিসেবেও চমক দেখিয়েছেন তিনি। সংগীতাঙ্গনে তার পরিচিতি ছিল ‘চিরকুটের ইমন’ হিসেবে। বছরখানেক হলো গানের দল চিরকুট ছেড়েছেন এই শিল্পী। সম্প্রতি গড়েছেন নতুন গানের দল। তিনি এখন বেঙ্গল সিম্ফনির।
বছরখানেক হলো বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আসছিলেন নতুন এই দলের সদস্যরা। বোঝাপড়া পোক্ত হওয়ার পর দলটির নাম দেওয়া হয় ‘বেঙ্গল সিম্ফনি’। গতকাল প্রকাশিত হয়েছে দলের প্রথম গান ‘ফুল নেয়া ভালো নয়’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী, গেয়েছেনও তিনি।
ইমন চৌধুরীর ইউটিউব চ্যানেলে গতকাল অবমুক্ত হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ গানটি। নতুন এই গান প্রসঙ্গে ফেসবুকে ইমন লিখেছেন, ‘ফুল নেয়া ভালো নয় মেয়ে / ফুল নিলে ফুল দিতে হয় / ফুলের মতন প্রাণ দিতে হয়’ লাইনগুলো পল্লিকবি জসীমউদ্দীনের। তার ‘হলুদ বরণী’ কাব্যগ্রন্থের ‘ফুল নেওয়া ভালো নয়’ কবিতার। পঙ্ক্তিতে এবার সুর বসেছে, তৈরি হয়েছে গান। কবিতার নামেই রাখা হয়েছের গানের শিরোনাম।
দলগঠন প্রসঙ্গে ইমন চৌধুরী বলেন, ‘বেশ কিছুদিন একসঙ্গে কাজ করেছি আমরা। নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করেছি। কার কী কাজে আগ্রহ, দলের জনরা কী হবে এসব ঠিক করতে সময় লেগে যায়। তারপর দল হিসেবে আত্মপ্রকাশ।’ শেকড়ের গান নিয়েই বারবার শ্রোতাদের সামনে আসবেন তারা। সেই প্রত্যাশা ব্যক্ত করে এই শিল্পী বলেন, ‘বাংলা গানকে আরও সমৃদ্ধ করে তোলার চেষ্টা করবো আমরা।’
বেঙ্গল সিম্ফনিতে আছেন ২০ সদস্য। মঞ্চে ও স্টুডিওতে প্রয়োজন বুঝে নিযুক্ত হবেন তারা। সেই দলের কয়েকজন সদস্যকে দেখা যাবে ‘ফুল নেয়া ভালো নয়’ গানের ভিডিওতে। কক্সবাজারে সমুদ্রসৈকত ও একটি অবকাশ যাপনকেন্দ্রে গানটির দৃশ্যধারণ করা হয়েছে।
২০২৩ সালে চিরকুট ছাড়ার ঘোষণা দেন ইমন চৌধুরী। তারও আগে থেকে চিরকুট ব্যান্ডে অনিয়মিত হয়ে পড়েন তিনি। চিরকুট ছেড়ে কাজ করে যাচ্ছিলেন নিজের মতো করে। হেলাল হাফিজের ‘প্রস্থান’ কবিতা থেকে তার সুর ও তানজির তুহিনের কণ্ঠে ‘পত্র দিও’ গানটি বিপুল শ্রোতাপ্রীতি কুড়িয়েছে। এমনকি দিন গড়াতে না গড়াতে ‘ফুল নেয়া ভালো নয়’ ভাসছে প্রশংসায়।
আরএমডি