চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন ট্রাম্প

2 days ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৪:৩৫, ২২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৩৬, ২২ জানুয়ারি ২০২৫

চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন ট্রাম্প

ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি চীনা পণ্যে শুল্ক আরোপের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের একদিন পর মঙ্গলবার (২১ জানুয়ারি) সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। খবর বিবিসির।

হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ১ ফেব্রুয়ারি থেকে তিনি চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন।

নির্বাচনী প্রচারের সময়ে ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছিলেন। তবে ক্ষমতায় বসার পর তিনি সেই তুলনায় অনেক কম শুল্ক আরোপের কথা জানালেন।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার চীন। যুক্তরাষ্ট্রের বাজার চীনের পণ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তারপরও চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির কারণ হিসেবে ট্রাম্পের দাবি, ফেন্টানাইল তৈরিতে ব্যবহৃত রাসায়নিক চীন থেকে কানাডা ও মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে।

চীনের ভাইস প্রেসিডেন্ট মঙ্গলবার বলেছেন, তার দেশ বাণিজ্য উত্তেজনার ‘উপযুক্ত’ সমাধান খুঁজছে এবং আমদানি বাড়াতে চায়। তবে তিনি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প ১ ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথাও ভাবছেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নেরও ওপরও শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প মনে করেন, আমদানি পণ্যে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক লাভ হবে। যদিও সমালোচকেরা মনে করেন, এসব শুল্কের ভার শেষমেশ ভোক্তাদের ঘারেই বর্তাবে। এছাড়া প্রতিশোধের শিকার বিদেশি কোম্পানিগুলো ক্ষতির মুখে পড়বে। 

ঢাকা/ফিরোজ

Read Entire Article