ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে চেলসিতে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এতে টেবিলের সেরা চারে চলে গেছে সিটি।
শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে গোল হজম করে সিটি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাল্টা ৩ গোল করে পেপ গার্দিওলার দল। দুরন্ত কামব্যাকে দুর্দান্ত জয়ে গেল ২৩ জানুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-২ গোলে হারের যন্ত্রণা কিছুটা লাঘব হয়েছে সিটির।
২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে সিটি। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৩ ম্যাচে ৪০ পয়েন্টের মালিক চেলসির অবস্থান ষষ্ঠস্থানে।
সেন্টার ব্যাক আব্দুল কাদির খুশানভের ব্যর্থ রক্ষণে প্রথম গোল হজম করে সিটি। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নিজের প্রথম ম্যাচে দারুণ হতাশাজনক পারফর্ম করলেন উজবেকিস্তানের এই ডিফেন্ডার।
ম্যাচের ৩ মিনিটে হেড দিয়ে সিটির গোলরক্ষক ইদারসনের দিকে ব্যাক পাস দেন খুশানভে। কিন্তু বলটি ঠিকমতো দিতে পারেননি গেল সপ্তাহে ফরাসি ক্লাব লেন্স থেকে সিটিতে যোগ দেওয়া এই ডিফেন্ডার। খুশানভের শর্ট পাসের সুযোগে বল চুরি করেন চেলসির নিকোলাস জ্যাকসন। এরপর সিটির রক্ষণ ভেঙে গোল করেন ননি মাদুয়েকে। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী চেলসি।
এক মিনিট পরই চেলসির কোল পালমারকে চ্যালেঞ্জ জানান খুশানভে। নিজের পায়ে যেন বলই লাগাতে পারছিলেন না তিনি। প্রিমিয়ার লিগে নিজেকে খুঁজে না পাওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই উজবেবিস্তানের তারকাকে তুলে নেন সিটি কোচ গার্দিওলা। বদলি হিসেবে নামান জন স্টোনসকে।
৪২ মিনিটে চেলসির প্রথম গোল শোধ করে সিটি। গোল করেন জোস্কো ভারদিয়াল। এতে ১-১ সমতায় ফেরে সিটি।
৬৮ মিনিটে গোল করেন আরলিং হালান্ড। নরওয়েজিয়ান তারকার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ৮৭ মিনিটে সিটির জয় নিশ্চিত করেন ফিল ফোডেন। এই গোলে সহায়তা ছিল হালান্ডের। অবশেষে শুরুর শঙ্কা কাটিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সিটি।
ম্যাচ শেষে হালান্ড ‘বিবিসি’কে বলেন, ‘যখন আমাদের এমন একটা শুরু ছিল, তা আমাদের জন্য কঠিন ছিল। কিন্তু আমরা সত্যিই ভালো খেলেছি এবং খেলা চালিয়ে যাচ্ছি। আমরা আক্রমণ করতে থাকি এবং দ্বিতীয়ার্ধেও তা চালিয়ে যাই। শেষ পর্যন্ত আমাদের যা করতে হবে তাই হলো। (ভাবনা ছিল) তাদেরকে পেছনে ফেলতে হবে। আক্রমণের দিক থেকে এগিয়ে যেতে হবে।’
এমএইচ/এমএস