চৌদ্দগ্রামে নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি 

2 days ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২২ জানুয়ারি ২০২৫  

চৌদ্দগ্রামে নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি 

নাশকতার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা এক মামলা থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (২০ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা জেসমিন তাকে অব্যাহতি দেন। বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। 

কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কায়মুল হক রিংকু জানিয়েছেন, গত ২০১৫ সালে ২৫ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা-চটগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলায় বেগম খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া এই মামলায় ৩২ নম্বর আসামি। 

তিনি আরো জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাজনৈতিক কারণে এ মামলা দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে।  

৩২ জনের বিরুদ্ধে মামলা হলেও চার্জশিটে ৪২ জনের নাম আসে। এর মধ্যে ৩৬ জনকে অব্যহতি দেওয়া হয়েছে। বাকি ছয় জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেওয়ায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

ঢাকা/রুবেল/রফিক

Read Entire Article