ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জাবেদ আবছার গ্রেপ্তার

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাবেক সহ-সভাপতি জাবেদ আবছার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে। খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে জাবেদ আবছার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জাবেদ আবছার চৌধুরী আওয়ামী সমর্থিত বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা ও শিশু-কিশোর সংগঠনের উপদেষ্টা।

খুলশী থানা সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই বিকেল ৪টার দিকে খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটির গেইটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক দলের খুলশী থানা আহ্বায়ক মো. আলম রায়হান আলমের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কুতকারীরা। গত বছরের ২৬ আগস্ট খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান আলম বাদী হয়ে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ করা মামলা করেন। 

মামলার আসামিরা হলেন- মো. দিদার (৫৫), কাউছার উজ জামান (৫৬), কাজী হারুনুর রশিদ (৫২), সমির বাবু (৪৫), মো. বাবুল (৪৪), মো. আলম যে সি.সি.এল আলম (৫০), মো. জানা উল্লাহ (৫০),  মো. এনায়েত উল্লাহ ও টেক্সবার এনায়েত (৫২), রবিউল হোসেন বাবু (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৪৫) এবং নাম না জানা ৪০-৫০ জন।

আলম রায়হান জানান, এজহারে উল্লেখিত ১-১০ নম্বর আসামিসহ নাম না জানা ৪০/৫০ জন দুষ্কৃতকারী আমাকে মারধর শুরু করে। এ সময়ে ২ ও ৩ নম্বর আসামি তাদের হাতে থাকা অগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি করে এলাকায় ত্রাস ও আতঙ্কের সৃষ্টি করে। মারধরের একপর্যায়ে আসামিরা হত্যা করে লাশ গুম করার উদ্দেশে আমার হাত, মুখ, চোখ, কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং আজ্ঞাতস্থানে নিয়ে যায়। সেখানেও আমাকে প্রচুর মারধর করা হয়। পরে আমাকে ফেলে চলে যায় তারা।

Read Entire Article