ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বগুড়ার ধুনটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লিখে দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দেয়ালে এ চিত্র দেখা গেছে।

গ্রাফিতিগুলো আঁকায় মুখ্য ভূমিকা পালনকারী একাধিক শিক্ষার্থী জানান, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। এগুলোর ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। অথচ এ স্লোগান হাইকোর্ট স্থগিত করেছেন। তারা কেন আমাদের গ্রাফিতি নষ্ট করল?

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে প্রতিবাদী এসব চিত্র আঁকা হয়। শেখ হাসিনা ও আওয়ামী বিরোধিতার পাশাপাশি এসবে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তাও জানানো হয়। তবে আজ (সোমবার) সকালে গ্রাফিতির ওপর স্লোগান দুটি দেখতে পান তারা।

স্থানীয় বাসিন্দা আশিক আহমেদ জানান, তারা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ না লিখে অন্য কোথাও লিখতে পারতেন। কেন আমাদের চেতনার ওপর আঘাত করছেন? যারা এ কাজ করেছেন, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, এটা তারই প্রমাণ। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন বোরহান উদ্দিন নামের আরেক শিক্ষার্থী।

এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, রাতের অন্ধকারে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেওয়ালে ‘জয় বাংলা’ লিখেছে। তারা ‘জয় বাংলা’ কায়েম করার চেষ্টা করছে। ৫ আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির চেষ্টা করছে।

এলবি/আরএইচ/এমএস

Read Entire Article