ছাত্রলীগ নেত্রীর পরীক্ষা না দিয়ে নম্বর পাওয়ার ঘটনা তদন্তে কমিটি

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী ও গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশীর পরীক্ষা না দিয়েও নম্বর পাওয়ার সংবাদ প্রকাশের পর ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তানজিউল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক। তদন্ত কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

সুরাইয়া ইয়াসমিন ঐশী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক। ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে প্রথম সারিতে ছিলেন তিনি। গত ১৬ জুলাই শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন তিনি।

এদিকে ওই ছাত্রলীগ নেত্রীকে ছাড়াই ডিসেম্বর মাসের ২ তারিখ গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের ৫১০২ কোর্সের মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু ফলাফল প্রকাশ হলে (ঐশীরও ফলাফল আসে)। এ নিয়ে বিভাগের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ। এরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করে।

ফারহান সাদিক সাজু/এফএ/এএসএম

Read Entire Article