ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:০৪, ২২ জানুয়ারি ২০২৫
শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের জন্য ‘জরুরি সেবা’ চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
এ জরুরি সেবা পেতে পিএবিএক্স (টেলিফোনে) ৬০১ ডায়াল করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে একটি হটলাইন নম্বর চালু করা হবে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় এ জরুরি সেবা কক্ষ উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
এ সময় তিনি বলেন, “এখানে প্রাথমিক পর্যায়ে সার্বক্ষণিক একজন ইলেক্ট্রিশিয়ান, একজন অ্যাম্বুলেন্স চালক ও একজন প্লাম্বার থাকবে। যাতে এ সেবাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার জন্য নিশ্চিত করা যায়। পর্যায়ক্রমে আরো বেশকিছু সেবা এর আওতায় আসবে। যবিপ্রবিকে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে যা যা প্রয়োজন তার সবকিছু করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হোসাইন আল মামুন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, প্রধান প্রকৌশলী ড. এইচ এম জাকির হোসেন, পরিবহন প্রশাসক ড. মো. শিমুল ইসলাম, হিসাব দপ্তরের পরিচালক মো. জাকির হোসেন প্রমুখ।
ঢাকা/ইমদাদুল/মেহেদী