ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
জামায়াত একলা চলো নীতি অবলম্বন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, জামায়াত এমন ভাব করছে যে, যেন তারা ইতোমধ্যেই ক্ষমতায় চলে এসেছে। তবে আমরা মনে করি, ক্ষমতায় আনার মালিক জনগণ। সুষ্ঠু-অবাধ নির্বাচনই আমাদের একমাত্র দাবি।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জামায়াত একটি দল এবং বিএনপি একটি দল। দুটি দলের রাজনৈতিক আদর্শ ভিন্ন। বিএনপির মূলমন্ত্র হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র। অন্যদিকে, জামায়াত জাতীয়তাবাদে বিশ্বাস করে না। তাই তাদের রাজনীতি তারা করবে, আর আমাদের রাজনীতি আমরা করবো।
তিনি আরও বলেন, রাজনীতিতে আন্দোলন-সংগ্রামে কখনো কখনো কৌশলগত কারণে অর্থাৎ আন্দোলনের জন্য ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে অনেক দল এক সঙ্গে থাকে। আমাদের সঙ্গে প্রায় ২২-২৩টি দল ছিল। ২৭ দফার মধ্যদিয়ে বাংলাদেশে আরও অন্যদের পরামর্শে ৩১ দফার মধ্যদিয়ে হাসিনা বিরোধী আন্দোলন সফল করার জন্য আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল প্রায় ৬২টি রাজনৈতিক দল।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়েছি, এখনো দিয়ে যাচ্ছি। সুতরাং জামায়াতের রাজনীতি একটা, আমার রাজনীতি একটা। আর জামায়াতের সঙ্গে আমার জোট নাই।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, সীমান্তে হত্যা চলছেই। তবে বিএনপি কখনো দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ার পক্ষে নয়। সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, দেশের জাতীয় স্বার্থ রক্ষা করে।
তিনি আরও বলেন, বর্ডার গার্ড কেন বিএসএফের পাল্টা জবাব দিতে পারে না? যদি না পারে, তবে তাদের অস্ত্র কেনার পেছনে এত টাকা খরচের দরকার নেই। কিছু চৌকিদার আর হারিকেন দিয়ে দাড় করিয়ে রাখলেই তো হয়।
বরগুনার বেতাগিতে আয়োজিত শাপলাকুড়ি ট্রফি-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ূন কবীর।
নুরুল আহাদ অনিক/জেডএইচ/