টাঙ্গাইলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

6 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:৪৪, ২৩ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

ফাইল ফটো

টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আব্দুস সালাম ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে মুদি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আব্দুস সালাম। কিন্তু, পথে নিখোঁজ হন তিনি। পরে স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি লেবুর বাগানে তার গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, ‘‘জানা মতে, বাবার কোনো শত্রু ছিল না। যে বা যারা আমার বাবাকে নির্মমভাবে মেরেছে, তাদের বিচার চাই।’’

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।’’

ঢাকা/কাওসার/রাজীব

Read Entire Article