ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:২২, ৩ ফেব্রুয়ারি ২০২৫
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় একটি সারবোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। তবে, এতো কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড় বাড়ি ঘাট থেকে সার নিয়ে একটি ট্রাক রেলক্রসিং পার হচ্ছিল। রেললাইনে উঠার পরে ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করেও ট্রাকটি আর সচল করা সম্ভব হয়নি। এর মধ্যে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলে আসে। এ সময় কিছুই করতে না পেরে ট্রাকের হেলপার ও চালক নিরাপদ দূরত্বে সরে যান। একপর্যায়ে ট্রেনটি সরাসরি ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে পাশে খাদে পড়ে যায়। ট্রেনের ইঞ্জিনেরও বেশ কয়েক জায়গায় ক্ষতি হয়। পরে খুলনা থেকে ইঞ্জিন আনার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
যশোর রেলস্টেশনের মাস্টার আয়নাল হক বলেন, ‘‘ট্রেনের ধাক্কায় সারবোঝাই একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ইঞ্জিনও। ওই রেল ক্রসিং অবৈধ। তাই, সেখানে কোনো গেটম্যান ছিল না।’’
ঢাকা/প্রিয়ব্রত/রাজীব