ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি-রিকশা, আহত ৪

14 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

পাবনার ঈশ্বরদী রেলগেট খোলা রেখে শানটিং ট্রেন রেলগেট অতিক্রম করার সময় ইঞ্জিনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী পৌর শহরের রেলগেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আব্দুল হালিম বলেন, রেলগেটের পাশে এক দোকানে বসেছিলাম। ট্রেনটি শানটিং (বগি সরানো) করার সময় ইঞ্জিন রেলগেটের কাছে আসার পরেও গেটম্যান গেট ফেলেননি। এসময় একটি পাওয়ার ট্রলি ইঞ্জিনের সামনে দিয়ে ঝুঁকি নিয়ে পার হয়ে যায়। এরপর রেলগেট অতিক্রম করার সময় ইঞ্জিনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে-মুচড়ে যায়। এসময় সিএনজির চালক, যাত্রী ও রিকশাচালকসহ চারজন আহত হন।

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি-রিকশা, আহত ৪

আহত রিকশাচালক তোফায়েল আহমেদ বলেন, ‘রেলগেট খোলা দেখে রিকশা নিয়ে রেলগেট পার হচ্ছিলাম। হঠাৎ ইঞ্জিন আমার রিকশায় ধাক্কা দেয়। রিকশাসহ আমি ছিটকে রেললাইনের পাশে পড়ে যাই।’

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনার তদন্ত করে লোকোমাস্টার (চালক) ও গেটম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনার সময় কোন লোকোমাস্টার ও গেটম্যান কর্মরত ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

শেখ মহসীন/এসআর/এমএস

Read Entire Article