ঠাকুরগাঁওয়ে হেফাজতে ইসলামের জেলা কমিটি গঠন

2 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২২ জানুয়ারি ২০২৫  

ঠাকুরগাঁওয়ে হেফাজতে ইসলামের জেলা কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে পাঁচ সদস্য বিশিষ্ট প্রাথমিক কমিটি গঠন করে হেফাজতে ইসলাম

ঠাকুরগাঁওয়ে এমদাদুল হক শাহীকে সভাপতি ও মুফতি শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে হেফাজতে ইসলামের জেলা কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) পাঁচ সদস্য বিশিষ্ট প্রাথমিক কমিটি গঠন করে হেফাজতে ইসলাম।

সভাপতি এমদাদুল হক শাহী গোয়ালপাড়া কাওমি মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম বালিয়াডাঙ্গী জমিরিয়া মাদ্রাসার পরিচালক হিসেবে কর্মরত আছেন। 

এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল মুকিদ, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম ও প্রচার সম্পাদক হয়েছেন ঈসমাইল বিন হায়দার। 

কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা শাখার বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের সংখ্যা গরিষ্ঠ কণ্ঠ ভোটে নতুন কমিটি নেতা নির্বাচন করা হয়।

নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক শাহী বলেন, “হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ইসলামি সংগঠন। আমরা প্রতিটি রাজনৈতিক ইসলামি দলের সদস্য ও অরাজনৈতিক ইসলামি ব্যক্তিত্ব একসাথে হয়ে ইসলামের জন্য কাজ করার উদ্দেশ্যে এই নতুন কমিটি গঠন করেছি।” 

আয়োজনে নবনির্বাচিত সভাপতি সহ বিভিন্ন ইসলামি দলের নেতারা বক্তব্য রাখেন।

ঢাকা/হিমেল/এস

Read Entire Article