ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল যুবকের প্রাণ

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২১ জানুয়ারি ২০২৫  

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝরল যুবকের প্রাণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানাধীন দোগাছী এলাকায় সড়ক দুর্ঘটনায় তাহসিন মাহমুদ রিফাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহসিন মাহমুদ রিফাত ঢাকার দোহার উপজেলার বেথুয়া গ্রামের ফিরোজ আলমের ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, এক যাত্রীবাহী বাসের স্টাফ তাকে পদ্মাসেতুমুখী লেনে মৃত পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

তিনি আরো জানান, কোন গাড়ির ধাক্কার তার মৃত্যু হয়ে তা এখনো জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/রতন/ইমন

Read Entire Article