ঢাকা মেডিকেলে চোর সন্দেহে এক ব্যক্তি আটক

1 day ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঢাকা মেডিকেলের পুরাতন ভবন এলাকায় চোর সন্দেহে ওষুধসহ মো. ফরহাদকে (৪৫) আটক করেছেন আনসার সদস্যরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে আটক করে তাকে পুলিশে দেওয়া হয়।

ঢাকা মেডিকেলে দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. সেলিম বলেন, ‘এক ব্যক্তির চলাফেরায় সন্দেহ হলে তাকে আটক করা হয়। তার কাছে দুই কোম্পানির ৪৮৮ পিস ইনজেকশন ডিস্টিল ওয়াটার ৪৮৮ জব্দ করা হয়েছে।’

ঢাকা মেডিকেলে চোর সন্দেহে এক ব্যক্তি আটক

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফরহাদ জানিয়েছেন তার স্ত্রীর ডেঙ্গুরোগী, তার পায়ে ব্যথা। চিকিৎসার জন্য ২২০ নম্বর ওয়ার্ডের সুমন নামের এক স্টাফের কাছে আসেন। পরে সুমনের সঙ্গে দেখা হয়। সুমন বলে আপনি এখানে বসেন আমি আপনার চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। কিছুক্ষণ পরে একটি লোক এসে সুমনের কথা বলে আমাকে কিছু মালামাল দিয়ে বলেন এগুলো বাইরে দিয়ে আসেন। আমি আপনাদের চিকিৎসার ব্যবস্থা করছি; বলে সুমন ভেতরে চলে যায়। পরে আমাকে আনসার সদস্যরা মালামালসহ আটক করে।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মেডিকেলের সার্জারি ওয়ার্ড এলাকা থেকে চোর সন্দেহে একজনকে আটক করেছে আনসার সদস্যরা। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।

এমআরএম/জিকেএস

Read Entire Article