ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
গাড়ি থেকে লাফ দিয়ে অপহরণ থেকে রক্ষা পেলেন ঢাকাই সিনেমার নায়িকা নিঝুম রুবিনা। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাইট শেয়ারিং গাড়ি উবারে ওঠে রাজধানীর বনশ্রী থেকে ধানমণ্ডিতে যাওয়ার পথে ভয়াবহ এই ঘটনার মুখোমুখি হন বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী।
গতকাল নিঝুম তার ফেসবুকে বিষয়টি নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে পুরো ঘটনার বর্ণনা করে এই অভিনেত্রী বলেন, “আমি আজকে (মঙ্গলবার) বাসা থেকে উবার কল দিয়েছি বনশ্রী থেকে ধানমন্ডি যাব। হাতিরঝিলে ওঠার পর ধানমন্ডির দিকে না গিয়ে সে আমাকে নিয়ে যাচ্ছিল গুলশানের দিকে। মঙ্গলবার থাকায় রাস্তা অনেকটাই খালি, তারমধ্যে দুপুরবেলা। তারপর আমি জিজ্ঞেস করলাম, সোজা না গিয়ে কেন আপনি আমাকে গুলশানে নিয়ে যাচ্ছেন? তখন সে আমাকে বলল, আপনার লোকেশনেই আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি চুপ থাকেন। তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। হাইস্পিডে গাড়ি টেনে যাচ্ছিল।”
গাড়ি থেকে লাফ দিয়ে নামার ঘটনা বর্ণনা করে নিঝুম রুবিনা বলেন, “পরে আমি বললাম, ভাই আমাকে আপনি এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বলল, চুপ থাক কোনো কথা বলবি না…। তারপর আমি গাড়ির গ্লাসটা খুলে বাঁচাও, বাঁচাও বলে চিল্লাচিল্লি শুরু করে দিই। কিন্তু কেউ আসলই না, সে গাড়ি যখন একটু স্লো করল, আমি জাম্প দিয়ে গাড়ি থেকে নেমে যাই।”
জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে নিঝুম রুবিনা বলেন, “আমাদের নিরাপত্তা কি? আমরা কোন দেশে বসবাস করছি? দিনে-দুপুরে আমরা কি আমাদের সেফটি পাব না? উবারের মতো একটা অ্যাপও যদি এমন হয়, তাহলে আমরা কাকে ভরসা করব, সেই প্রশ্ন আপনাদের কাছে। আজকে যদি গাড়ি থেকে আমি না নামতাম, তাহলে কি আজকে আমাকে খুঁজে পাওয়া যেত?কোথায় যেতাম আজকে আমি?”
উবার চালকের ছবি পোস্ট করে নিঝুম রুবিনা বলেন, “এই সেই ড্রাইভারের ছবিসহ আপনাদের কাছে পোস্ট করে দিলাম। প্লিজ সবাই একটু পোস্টটা শেয়ার করে দেন, উবারে ওঠার আগে খুব চিন্তা করে উঠতে হবে।”
গতকাল দুপুর সাড়ে ১২টার ঘটনাটি এটি। গাড়ি থেকে লাফ দেওয়ার ফলে মাথায় আঘাত পেয়েছেন রুবিনা। ভয়ংকর এ ঘটনার পর ঢাকার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিঝুম রুবিনা। সাধারণ ডায়েরি নম্বর ১২৩৭।
২০১৩ সালে নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম রুবিনা। এরপর অভিনয় করেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ সিনেমায়। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিপস্টিক’। বর্তমানে তার হাতে দুটি সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো— ‘দুই মা’, ‘বন্ধু তুই আমার’।