ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৫ তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সুলতানা মুনীরা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী। স্বাগত বক্তব্য দেন পুনর্মিলনী আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ আলী। সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শুধু সরকারের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব নয়। এজন্য অ্যালামনাই, ইন্ডাস্ট্রিসহ সবার সহযোগিতা প্রয়োজন।

অ্যালামনাই নেটওয়ার্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অ্যালামনাই সংগঠনগুলোকে আরও সক্রিয় হতে হবে। বিভাজনের রাজনীতি পরিহার এবং দল-মতের ঊর্ধ্বে থেকে সমাজ, রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিভাগের ৪ জন কৃতি অ্যালামনাইকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন অধ্যাপক মো. জাহিদ আনোয়ার, আফরোজা বেগম বুলবুল, হোসনে আরা বেগম ব্লু এবং কার্টুনিস্ট আসিফুল হুদা।

এমএইচএ/এএমএ/এমএস

Read Entire Article