ঢাবি শাখা শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

2 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ২২ জানুয়ারি ২০২৫  

ঢাবি শাখা শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারী) শাখা সভাপতি এসএম ফরহাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবগঠিত সম্পাদক পরিষদের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে, গত ২ জানুয়ারি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের উপস্থিতিতে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এসএম ফরহাদ শাখা সভাপতি নির্বাচিত হন। এছাড়া সদস্যদের পরামর্শের ভিত্তিতে মহিউদ্দিন খান ও কাজী আশিক যথাক্রমে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হন।

ঢাবি শাখা কমিটিতে আছেন, অফিস সম্পাদক মো. ইমরান হোসাইন, বিজ্ঞান সম্পাদক মো. ইকবাল হায়দার, ব্যবসায় শিক্ষা সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম নূর, প্রকাশনা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, ছাত্র অধিকার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মুজাহিদ, প্রচার ও মিডিয়া সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বিরে।

এছাড়াও শিক্ষা সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল-আমিন, সাহিত্য ও স্পোর্টস সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ, দাওয়াহ সম্পাদক হামিদুর রশিদ জামিল, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক ছৈয়দ তানবীর হাসান জাহিন, আইন ও মানবাধিকার সম্পাদক মো. শরীফুল ইসলাম মুয়াজ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদের নাম ঘোষণা করা হয়েছে।

ঢাকা/ফাহিম/মেহেদী

Read Entire Article