ঢাবির ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ অনুষদের ভর্তি পরীক্ষা শনিবার

5 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার সিট প্ল্যান প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সিট প্ল্যান প্রকাশ করা হয়। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। চলতি শিক্ষাবর্ষে গত বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রসহ দেশের আট বিভাগীয় কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হবে।

এমএইচএ/এএমএ/এএসএম

Read Entire Article