তাওহীদ হত্যা মামলায় মাদারীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ২৩ জানুয়ারি ২০২৫  

তাওহীদ হত্যা মামলায় মাদারীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাসির উদ্দিন টুকু মোল্লা

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ তাওহীদ সন্নামাত হত্যা মামলায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন টুকু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মাদারীপুর আদালতের মাধ্যমে এই চেয়ারম্যানকে জেল হাজকে পাঠিয়েছে পুলিশ।

গত বছরের ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ যোগ দেন। এসময় ছাত্রলীগ-যুবলীগের গুলিতে নিহত হন তাওহীদ। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন এই বিষয়ে কথা বলতে ভয় পেতেন তাওহীদের পরিবার। আওয়ামী লীগ সরকারের পতন হলে গত ২৫ আগস্ট রাতে  মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। যেখানে পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন টুকু মোল্লাসহ ৯২ জনকে আসামী করা হয়। নাম না জানা আসামি রয়েছে আরো ৫০০ থেকে ৭০০ জন।

মাদারীপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, “টুকু মোল্লাকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এজাহার নামীয় আসামি। তাকে বিকেলে মাদারীপুর আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা/বেলাল/মাসুদ

Read Entire Article