তুরস্কের স্কি রিসোর্টে আগুন, নিহত ১০

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৭:০৬, ২১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:০৮, ২১ জানুয়ারি ২০২৫

তুরস্কের স্কি রিসোর্টে আগুন, নিহত ১০

তুরস্কের একটি স্কি রিসোর্টের হোটেলে অগ্নিাকণ্ডে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। বলুর এলাকায় মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়ার জানিয়েছেন। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়ার পর অন্তত দুজন নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়ার জানান, ১২ তলা বিশিষ্ট গ্র্যান্ড কার্টাল হোটেলে স্থানীয় সময় ভোর ৩টা ২৭ মিনিটে আগুন লাগে। ছুটির মৌসুমে হোটেলটিতে ২৩৪ জন লোক অবস্থান করছিলেন।

তুরস্কের সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে,  জানালা দিয়ে ঝুলন্ত দড়ি দেখা গেছে যা জ্বলন্ত ভবন থেকে পালানোর চেষ্টাকারীরা ব্যবহার করেছিলেন।

বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁ অংশে আগুন লেগেছে এবং তা উপরের তলায় ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে অতিথিরা তাদের কক্ষে আটকা পড়েছিলেন কিনা তা তদন্ত করছে হোটেল কর্তৃপক্ষ।

গভর্নর সাংবাদিকদের জানান, কার্তালকায়ায় অবস্থিত হোটেল এবং বলুর কেন্দ্রস্থলের মধ্যে দূরত্ব এবং ঠান্ডা আবহাওয়ার কারণে দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘন্টারও বেশি সময় লেগেছে।

ঢাকা/শাহেদ

Read Entire Article