ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে তাদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। সাক্ষাৎকালে তারা দুই দেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এর তথ্য জানান।
চার দিনের সম্মেলনে অংশগ্রহণ করতে সোমবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড যান। আগামী ২৫ জানুয়ারি তিনি দেশে ফিরবেন।
এমইউ/জেএইচ/এমএস