দিনাজপুর শিক্ষা বোর্ডে এগিয়ে মেয়েরা

22 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসের হার, জিপিএ-৫ সহ সব বিভাগে মেয়েরা এগিয়ে রয়েছে।

এবার দিনাজপুর বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ২৯৫ শিক্ষার্থী। তাদের মধ্যে মেয়ে আট হাজার ১১০ ও ছেলে ৬ হাজার ১৮৫ জন। ছেলেদের চেয়ে মেয়ে ১ হাজার ৯২৫ বেশি।

পরিসংখ্যানে জানানো হয়, এবারে এই বোর্ডের অধীনে আট জেলার ৬৬৫ প্রতিষ্ঠানের মোট এক লাখ ১২ হাজার ১১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৮৬ হাজার ৯৫৪ পরীক্ষার্থী পাস করে। মোট পাসের হার ৭৭.৫৬ শতাংশ। তাদের মধ্যে মেয়েদের পাসের হার ৮১.০১ শতাংশ এবং ছেলেদর হার ৭৩.৯৭ শতাংশ। মেয়েরা ৭.১৩ শতাংশ বেশি পাস করেছে।

ফলাফলে আরও দেখা যায়- বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করেছে।

বিজ্ঞান বিভাগে পাসের হার ৯০.৭৮ শতাংশ। যার মধ্যে ছেলেরা ৯০.২৪ শতাংশ ও মেয়েরা ৯১.৩৪ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েরা ১.১ শতাংশ বেশি।

মানবিক বিভাগে পাসের হার ৭৩.৩৫ শতাংশ। যার মধ্যে ছেলেরা ৬৭.৮৩ শতাংশ ও মেয়েরা ৭৮.১৩ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েরা ১০.২৯ শতাংশ বেশি।

হিসাব বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৪.৪৫ শতাংশ। যার মধ্যে ছেলেরা ৬৩.৩৭ শতাংশ ও মেয়েরা ৬৬.২৮ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েরা ২.৯১ শতাংশ বেশি।

ছেলেরা পাস করেছে ৪০ হাজার ৬৬৫ জন ও মেয়েরা ৪৬ হাজার ২৮৯ জন।

মঙ্গলবার দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ কর্তৃক স্বাক্ষরিত পরিসংখ্যানে বিষয়টি জানানো হয়।

এমদাদুল হক মিলন/এএইচ/এমএস

Read Entire Article