দেশের ৯০ ভাগ সংস্কার বিএনপি করেছে: আমীর খসরু 

2 days ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২১ জানুয়ারি ২০২৫  

 আমীর খসরু 

বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘দেশ স্বাধীনের পর যে সংস্কার হয়েছে, তার নব্বই ভাগই করেছে বিএনপি।’’ 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর চেম্বার অব কমার্স আয়োজিত ‘খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘দেশের অর্থনীতি আজ যেখানে এসেছে, সেটা বিএনপির সংস্কারের কারণেই। যা শুরু করেছিলেন জিয়াউর রহমান। তাই বিএনপির সংস্কারের ব্যাপারে কারও কাছ থেকে ছবক নেওয়া লাগবে না।’’

তিনি আরো বলেন, ‘‘শেখ হাসিনা পলায়নের পর দেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে, তা ধারণ করতে না পারলে কোনো লাভ হবে না।’’ 

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। এমন পরিস্থিতে কর বৃদ্ধি করা ঠিক হয়নি। তাই স্বৈরাচার সরকারের লুটপাটের বাজেট বাতিল করে অন্তর্বর্তী সরকারের জন্য নতুন বাজেট তৈরি করতে হবে।’’

অনুষ্ঠানে যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
 

ঢাকা/রিটন/বকুল

Read Entire Article