ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১১:২৯, ২৬ জানুয়ারি ২০২৫
পরীমণি
টাঙ্গাইলের কালিহাতিতে একটি প্রসাধনপণ্যের শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের আপত্তির কারণে টাঙ্গাইলে যেতে পারেননি তিনি। এ ঘটনার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
শনিবার (২৬ জানুয়ারি) রাতে পরীমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। প্রশ্ন ছুড়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, “এত চুপ করে থাকা যায় নাকি! পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এত বাধা কেন আসবে?”
পরীমণি অনিরাপধ বোধ করছেন। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “অনিরাপধ অনুভব করছি! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা। মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্তার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা?”
প্রশ্ন ছুড়ে দিয়ে পরীমণি বলেন, “কি বলার আছে আর…। এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেয়া হোক তাহলে! তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখনো হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।”
পরীমণির এ পোস্ট নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার রাত ১০টা ৩১ মিনিটে দেওয়া স্ট্যাটাসে এ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। মন্তব্য জমা হয়েছে প্রায় ৫৪ হাজার। শেয়ার হয়েছে সাড়ে ৬ হাজারের বেশি।
জানা যায়, পরীমণির টাঙ্গাইল যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুববিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতী উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব তার ফেসবুকে একটি পোস্ট দেন। পরে শরিফুল ইসলাম নামে একজন আয়োজকদের ফোন করে জানান, তারা পরীমণিকে এনে অনুষ্ঠান করতে দেবেন না।
ঢাকা/শান্ত