ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:৩৭, ২৪ জানুয়ারি ২০২৫
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে আইডিয়াল উইমেন্স কলেজে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো জমজমাট পিঠা উৎসব। ছিল নানারকম শীতকালীন পিঠার সমারোহ। কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে প্রাণের সাড়া মিলেছিল। আগত অতিথিদের আগ্রহে উৎসবের আয়োজনটি হয়েছিল উপভোগ্য।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নজির আহমদ। প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
পিঠা উৎসব পরিদর্শনকালে আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী নানা রকম পিঠার পরিবেশনায় মুগ্ধ হন। তিনি এমন উদ্যোগের প্রশংসা করেন এবং সাধুবাদ জানান।
সাবেক মেয়র বলেন, “ লেখাপড়ার পাশাপাশি পিঠা বানানোসহ পারিবারিক বিভিন্ন কাজে পারদর্শী হয়ে উঠতে হবে সব ছাত্রীদের।”
তিনি এমন ব্যতিক্রমধর্মী আয়োজন আগামীতে আরো বড় পরিসরে করার আহ্বান জানান।
এ সময় কলেজ পরিচালনা কমিটির সভাপতি নিরুপম দেব, পরিচালক সলিল বরণ দাশ, অভিভাবকবৃন্দ, প্রভাষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবকে ঘিরে পুরো কলেজ প্রাঙ্গণজুড়েই ছিল প্রাণচাঞ্চল্য।
ঢাকা/মামুন/টিপু