নরসিংদীতে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

2 days ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রায়পুরা উপজেলার নয়াচর গ্রামের অটোরিকশা চালক বাচ্চু মিয়া (৫০) ও যাত্রী মন্নাফ মিয়া (৪৮)।

প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, আমিরগঞ্জ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের পূর্ব পাশে গাছপালা থাকায় ট্রেনটি দেখা যাচ্ছিল না। এ কারণে ট্রেনটি রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় অটোরিকশাটি রেলক্রসিং পেরোনোর চেষ্টা করে। এসময় ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতাবসত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে যায়। এতেই এ দুর্ঘটনা ঘটে।

সজ্ঞিত সাহা/জেডেএইচ/

Read Entire Article