নাইজেরিয়ায় সেনা ঘাঁটিতে হামলায় ২০ সেনা নিহত

19 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সহযোগী পশ্চিম আফ্রিকান প্রভিন্সের (আইএসডব্লিউএপি) সন্দেহভাজন যোদ্ধাদের হামলায় দেশটির কমপক্ষে ২০ সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের মালাম-ফাতোরি শহরের একটি সেনা ঘাঁটিতে ওই হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

হামলা থেকে বেঁচে যাওয়া এক সেনা সদস্য জানিয়েছেন, তিন ঘণ্টার বেশি সময় ধরে ওই হামলা চালানো হয়েছে। বোকো হারাম এবং আইএসডব্লিউ যোদ্ধারা মূলত বোর্নো রাজ্যে সক্রিয় রয়েছে। তারা নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে আরও কয়েক হাজার মানুষ।

নিরাপত্তা সূত্র এবং স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইএসডব্লিউএপি সদস্যরা বন্দুকসহ এসে নাইজেরিয়ার সীমান্তের প্রবেশদ্বারে অবস্থিত মালাম-ফাতোরিতে নাইজেরিয়ান সেনাবাহিনীর ১৪৯তম ব্যাটালিয়নে হামলা চালায়। নিহতদের মধ্যে একজন কমান্ডিং অফিসার ছিলেন।

হামলা থেকে বেঁচে যাওয়া এক সেনা সদস্য রয়টার্সকে বলেন, তারা সব জায়গায় গুলিবর্ষণ করেছে। এমন অতর্কিত হামলায় সেনা সদস্যরা হতবাক হয়ে গেছেন।

নাম প্রকাশ না করা শর্তে ওই সেনা সদস্য বলেন, আমরা আক্রমণ প্রতিহত করার অনেক চেষ্টা করেছি এবং তিন ঘন্টারও বেশি সময় ধরে চলা বন্দুকযুদ্ধে তারা আমাদেরকে পরাস্ত করেছে। আমাদের কমান্ডিং অফিসার, একজন লেফটেন্যান্ট কর্নেলকে হত্যা করা হয়েছে।

তিনি জানিয়েছেন, হামলায় ২০ সেনা সদস্য নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। শহর ছেড়ে যাওয়া বাসিন্দারা জানিয়েছেন, শনিবার গভীর রাতে মালাম-ফাতোরিতে হামলাকারীদের কয়েকজনকে দেখা গেছে।

দেশটিতে ১৫ বছর ধরে চলা সংঘাতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছে এবং উত্তর-পূর্বাঞ্চলে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে প্রায় ২০ লাখ মানুষ।

আরও পড়ুন:

নাইজারের মধ্যকার সহিংসতা প্রতিবেশী নাইজার, চাদ এবং ক্যামেরুনেও ছড়িয়ে পড়েছে। ফলে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য একটি আঞ্চলিক শক্তি তৈরি হচ্ছে।

টিটিএন

Read Entire Article