নাটোরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৫

2 days ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনার জন্য দল দুটি একে অপরকে দায়ী করেছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নাটোর শহরের হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়, বিএনপির কর্মী রহমত তাদের কাছে ১২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

তবে অভিযোগ অস্বীকার করে রহমত বলেন, জমি বেচাকেনার জন্য আওয়ামী লীগের নিঠুর কাছে তার দুই লাখ ১০ হাজার টাকা পাওনা রয়েছে। ওই টাকা দাবি করলে তারা উল্টাপাল্টা কথা বলেন। পরে তাদের হামলায় দুজন আহত হয়েছেন।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম সদস্যসচিব দেওয়ান শাহীন বলেন, আমরা পূূজার বিষয় নিয়ে ব্যস্ত আছি। বিএনপির কেউ অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নাটোর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, তারা কোনো অভিযোগ পাননি। তবে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ অবশ্যই পদক্ষেপ নেবে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

Read Entire Article