নাটোরে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প

2 days ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২১ জানুয়ারি ২০২৫  

নাটোরে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প

নাটোরে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এতে ডায়াবেটিস, ব্লাড প্রেসার, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ডিভিশন-১০ এর সিডিও কাজী আরিফ হোসেন, ডিসিএম ওবায়দুর রহমান তালুকদার, রিজিওনাল সেলস ম্যানেজার মো. তৌফিকুর রহমান সুমেল, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মো. আমিনুর ইসলাম এবং নাটোর ওয়ালটন প্লাজার ম্যানেজার দেওয়ান শাহ আলম।

চিকিৎসাসেবা দেন নাটোর চামেলী ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের রেসিডেন্ট মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল ইমরান এবং তার সহকারী সুমি খাতুন। 

স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলারও আয়োজন করা হয়েছে। এতে ওয়ালটনের গ্রাহকসহ সাধারণ মানুষদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তারা এসব সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে ওয়ালটনের বিভিন্ন পণ্য দেখে কেনার আগ্রহ প্রকাশ করেন। পণ্যও কিনেন অনেকে।

চিকিৎসাসেবা নিতে আসা শাহিন বেগম, শিউলি খাতুন, শাহিদা খাতুন, রেজাউল করিম, ওয়াজেদ আলী, আবেদ আলী প্রমুখ বলেন, “ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা পেয়েছি। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ওয়ালটন পরিবারের কাছে। এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে, কর্তৃপক্ষের কাছে এটা আমাদের প্রত্যাশা। আমাদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে ওয়ালটন।” 

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছে ওয়ালটন প্লাজার কর্মকর্তারা।

ঢাকা/আরিফুল/রফিক

Read Entire Article