নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

7 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:১৮, ২৪ জানুয়ারি ২০২৫

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ থেকে নাটোরগামী একটি সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এবং ১০নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীন আলম ও একজন অজ্ঞাত বৃদ্ধা। শাহীন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সেনগাতি এলাকার আলতাফ আলীর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, শুক্রবার সকালে নয়াবাজার এলাকায় সিরাজগঞ্জ থেকে নাটোরগামী একটি ফলবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফলবোঝাই ট্রাকা থাকা শাহীন আলম নামে একজন মারা যান। এই দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনায় পতিত ট্রাকটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি বাস উল্টে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়।

অন্যদিকে, শুক্রবার ভোরে উপজলার ১০নং ব্রিজ এলাকায় বাস চাপায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হন। নিহত বৃদ্ধা ভবঘুরে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এখনও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

ওসি ইসমাইল হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/আরিফুল/এস

Read Entire Article