নানা দেশে প্রশংসিত ‘বলী’ এবার নিজের দেশের উৎসবে

2 days ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বিশ্বের নানা দেশের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ঘুরে প্রশংসা পেয়েছে বাংলাদেশি নির্মাতা ইকবাল হোসাইনের সিনেমা ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটি এবার নিজ দেশের উৎসবে প্রদর্শিত যাচ্ছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ শেষ দিনে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটির বাংলাদেশ প্রিমিয়ার হবে।

তবে বাংলাদেশ প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারছেন না ছবিটির পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। বর্তমানে তিনি কানাডায় রয়েছেন।

নির্মাতা হোসাইন বলেন, ‘এই সিনেমাতে চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও উপকূলীয় মিথ বিশ্বের সামনে তুলে ধরার একটি চেষ্টা করা হয়েছে।’

গেল বছর সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ কারেন্টস’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয়।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘বলী’। সিনেমার প্রযোজক পিপলু আর খান, সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সিনেমায় সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে। আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমামসহ অনেকে।

প্রসঙ্গত, ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশসহ ৭০টি দেশের ২২০টি সিনেমা দেখান হচ্ছে।

এমআই/এলআইএ/জেআইএম

Read Entire Article