নারায়ণগঞ্জে পাসের হারে কলেজের চেয়ে এগিয়ে মাদরাসা

17 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নারায়ণগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে কলেজের তুলনায় এগিয়ে রয়েছেন মাদরাসার শিক্ষার্থীরা। কলেজে পাসের হার ৭৬.৯৪ শতাংশ। সেখানে মাদরাসায় পাসের হার ৯৪.৪৯ শতাংশ। আর কারিগরিতে এ হার ৮৫.৬৪ শতাংশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলাফলের মধ্যে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, চলতি বছরে এক হাজার ৫৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে কলেজ থেকে পেয়েছেন ৯৪৬ জন। অন্যদিকে কারিগরিতে ১৭ ও মাদরাসায় (আলিম) ৯১ জন জিপিএ-৫ পেয়েছেন।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী জানান, এইচএসসিতে এবার জেলা থেকে ২২ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। যার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ১৯১ জন। অন্যদিকে মাদরাসা থেকে অংশ নেন ৮৯০ জন। উত্তীর্ণ হয়েছেন ৮৪১ জন। আর ৬২০ জন অংশ নেন কারিগরি শাখা থেকে। উত্তীর্ণ হয়েছেন ৫৩১ জন।

গতবছর নারায়ণগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৫৫৬ জন। এছাড়া এইচএসসিতে ৮১.৩৭ শতাংশ, আলিমে ৯০.৫৯ এবং কারিগরিতে পাসের হার ৯০.৯৪ শতাংশ।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

Read Entire Article