ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ২২:৪৪, ২১ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের সময় ফ্যাসিবাদী ধাঁচের অভিবাদন জানিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন ইলন মাস্ক।
ইলন মাস্ক হচ্ছেন স্পেসএক্স, এক্স এবং টেসলার মালিক। তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান দাতা এবং উপদেষ্টা।
সোমবার ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে ইলন মাস্ক বলেন, “আমি শুধু এটা বাস্তবায়নের জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই।”
এরপর মাস্ক তার ডান হাত বুকে চাপড়ান, আঙ্গুলগুলো ছড়িয়ে দেন এবং তারপর ডান হাত উপরের দিকে প্রসারিত করেন। এসময় তার আঙ্গুলগুলো একসাথে রেখে এবং হাতের তালু নিচের দিকে রেখেছিলেন তিনি।
এসময় জনতা মাস্কের সমর্থনে স্লোগান দিলে তিনি আবার ঘুরে হাত কিছুটা নিচু করে স্যালুট জানান।
তালু নিচু করে ডান হাত প্রসারিত করে উঁচু করার মাধ্যমে নাৎসি স্যালুট দেওয়া হয়। একে ইহুদি বিদ্বেষী হিসেবে দেখা হয়।
ঢাকা/শাহেদ