নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২২ জানুয়ারি ২০২৫  

নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

রাব্বি হাওলাদার

তিন দিন আগে নিখোঁজ হওয়া বরিশালের বাবুগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষার্থী রাব্বি হাওলাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২২ জানুয়ারি) ভোরে বাড়ির পাশের বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, স্কুলছাত্র রাব্বি হাওলাদার (১৮) বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদারের ছেলে। সে উপজেলার মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল।

তিনি বলেন, “রাব্বি হাওলাদার মাদকাসক্ত ছিল। এলাকার বখাটে ও মাদকাসক্তদের সাথে চলাফেরা করত। গত ১৯ জানুয়ারি রাত একটার দিকে বাসা থেকে বের হয় সে। পরে রাত দুইটার দিকে তার বড় ভাই কল করলে সে পরে আসবে জানিয়ে ঘুমিয়ে পড়তে বলে। এরপর থেকে রাব্বির কোনো খোঁজ ছিল না।” 

নিখোঁজের ঘটনায় মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে রাব্বির পরিবার। পুলিশ তদন্ত করে বাড়ির পাশের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকার বাগানে রাব্বির লাশের সন্ধান পায়। সেখানে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি বলেন, “রাব্বির মাথায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডটি পরিকল্পিত। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা/পলাশ/এস

Read Entire Article