নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে কমিশন

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা সেটি ছিল না। পরিবর্তিত প্রেক্ষাপটের পর সে আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে কমিশন। মানুষ যাতে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেটা নিশ্চিত করা হবে।

রোববার (২ জানুয়ারি) দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের সভাকক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা সেটি ছিল না

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ইতোপূর্বে ভোটার তালিকার তথ্য নিয়ে সমালোচনা ছিল। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি সুন্দর, স্বচ্ছ এবং বির্তকহীন ভোটার তালিকা প্রয়োজন। এর মধ্যে কমিশন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে। হালনাগাদের সময় যাতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা যায় সেজন্য সংশ্লিষ্টদের সঠিক তথ্য সংগ্রহের আহবান জানান।

এসময় জেলা প্রশাসক আব্দুল আউয়াল, পুলিশ সুপার সাফিউল সারোয়ার, নওগাঁ পৌর প্রশাসক টি এমএ মমিন ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরমান হোসেন রুমন/আরএইচ/জেআইএম

Read Entire Article