ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:২৫, ২২ জানুয়ারি ২০২৫
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কার্যক্রমে কারো গোপনে বা প্রকাশ্যে সহযোগিতার সম্পৃক্ততা পেলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠনের কার্যক্রমে গোপন অথবা প্রকাশ্যে কারো অংশগ্রহণ কিংবা সহযোগিতার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপস্তিতিতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে। তাই ওই সংগঠনের সঙ্গে কেউ প্রকাশ্যে বা গোপনে জড়িত থাকলে বা সহযোগিতা করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা ও শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রক্টর।
ঢাকা/তানিম/মেহেদী