ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নোয়াখালীর সূবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ১৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ জানুয়ারি) ভোর সোয়া ৪টা দিকে চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজারে এ ঘটনা ঘটে।
এতে মুদি, মনোহারি, স্টেশনারি, ইলেকট্রিক, কোকারিজ, মোটরসাইকেলে গ্যারেজ, খাদ্যের গুদাম, চা-দোকান, ওষুধ, তেলের দোকানসহ ১৮টি দোকান ভস্মীভূত হয়। খবর পেয়ে সূবর্ণচর ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের পাহারাদার জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, ভোরে বাজারের জিরো পয়েন্ট কাইয়ুম মোটর পার্টসের দোকানে আগুন জ্বলতে দেখি। হঠাৎ দাউদাউ করে দক্ষিণ দিকে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত কাইয়ুম মোটর পার্টসের মালিক মো. ইমাম উদ্দিন জনি বলেন, মেঘনা গ্রুপের পুষ্টিসহ কয়েকটি কোম্পানির মালের জন্য টাকা পাঠানোতে নগদ ২৪ লাখ টাকা দোকানে রেখেছিলাম। দোকানের কয়েক কোটি টাকার মালামালসহ সব পুড়ে শেষ।
মা জননী ইলেকট্রনিকস অ্যান্ড পার্টসের মালিক মো. কাজল বলেন, ক্ষতিগ্রস্ত বেশিরভাগ ব্যবসায়ী পাইকারি ও খুচরা মালামাল বিক্রি করে। সব ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছে। আমরা এ ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।
সূবর্ণচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. নূরনবী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তদন্তের পর বাকি তথ্য জানানো হবে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস