ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
পঞ্চগড়ে দু’দিন ধরে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও উত্তাপ ছড়ানোর আগেই সূর্য ডুবে যায় মেঘের আড়ালে। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে সূর্যের মুখ দেখা গেলেও ছিল নিরুত্তাপ।
রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে শীতের তীব্রতাও বেড়েছে। মাঘের শীতের কারণে জনদুর্ভোগ বেড়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতিবেগ ৮ থেকে ১০ কিলোমিটার। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি। সন্ধ্যা ৬টায় দিনের তাপমাত্রা রেকর্ড হয় ১৬.৫ ডিগ্রি।
সফিকুল আলম/এফএ/এমএস