ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:৫৭, ২৭ জানুয়ারি ২০২৫
আদালতে পরীমণি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।
এদিন সকাল ১০ টার দিকে পরীমণি আদালতে আসেন। সকাল ১০ টা ১৭ মিনিটের দিকে আদালতের বিচারকাজ শুরু হয়। এসময় এজলাসের পেছনে একটি বেঞ্চে বসে ছিলেন পরীমণি। তাকে আসামিদের ডকে যেতে বলা হয়।
পরীমণির পক্ষে নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, “গতকাল মামলাটি চার্জশুনানির জন্য ছিল। পরীমণি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জগঠন হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন। তার জামিনের প্রার্থণা করছি।”
এরপর বিচারক বলেন, “আশা করছি, সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন। কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটা জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক?”
পরীমণির আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, “আপনি কোর্ট অফিসার। এ বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন।”
পরে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিনের আদেশ দেন।
জামিন পেয়ে নিজের প্রতিক্রিয়ায় পরীমণি বলেন, “এটা মিথ্যা মামলা। আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি।”
ঢাকা/মামুন/টিপু