পা দিয়ে লিখে আলিম পাস করলেন রাসেল

22 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

দুই হাত ও ডান পা নেই। শুধু বাম পা রয়েছে। তাও আবার স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। এ অবস্থায় পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে আলিম পরীক্ষায় অংশ নিয়েছিলেন রাসেল মৃধা। তবে তার এ চেষ্টা বৃথা যায়নি।

নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৩.২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন রাসেল।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। অভাব-অনটনের মাঝেও রাসেলের পড়াশোনার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি। এর আগে জুনিয়র দাখিল ও দাখিল পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন তিনি।

পা দিয়ে লিখে আলিম পাস করলেন রাসেল

রাসেল মৃধা বলেন, ‘আলিম পাস করায় আমি খুব আনন্দিত। আমার লেখাপড়ার পেছনে সবচেয়ে বেশি অবদান মা-বাবার। তাদের পাশাপাশি শিক্ষকরাও আমাকে সহযোগিতা করেছেন। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই।’

বাবা আব্দুর রহিম মৃধা বলেন, ‘লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করে পড়াশোনা করাচ্ছি। আশা করি লেখাপড়া শিখে সে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। তার ফলাফলে আমরা খুবই আনন্দিত।’

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোতাররফ হোসেন বলেন, ‘রাসেল মৃধা এ বছর আমার প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। বিগত পরীক্ষাগুলোতেও সে কৃতিত্বের সঙ্গে পাস করেছে।’

রাসেল মৃধা পড়াশোনা শেষে যেন প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির সেবা করতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া কামনা করেন অধ্যক্ষ।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস

Read Entire Article