ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:০২, ২৪ জানুয়ারি ২০২৫
পাঁচ মাস পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষাসহ সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রক্টর করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইনের সংবিধির ১৮(১) ধারা অনুযায়ী দুই বছরের জন্য শিক্ষকগণকে প্রক্টর (ভারপ্রাপ্ত) ও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইনুল ইসলাম, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াতসিংহ শুভ এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল মাওয়া মুন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, প্রক্টর (ভারপ্রাপ্ত) ও সহকারী প্রক্টরগণকে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য অনুরোধ করা হলো। তারা উক্ত দায়িত্ব পালনের জন্য নিয়ম অনুযায়ী ভাতা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে জানতে চাইলে নবনিযুক্ত প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম বলেছেন, “প্রক্টর ও প্রক্টরিয়াল বডির কাজ অনেক। বর্তমান প্রেক্ষাপটে এ কাজ অনেক চ্যালেঞ্জিং। আমাদের ওপর অর্পিত এ দায়িত্ব অনেক পবিত্র। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী যেন নিরাপদ একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ পান, তা সুনিশ্চিত করতে বর্তমান প্রক্টরিয়াল বডি নিরলসভাবে কাজ করবে। আমাদের ওপর আস্থা রাখায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
গত বছরের ৫ অক্টোবর জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমে ‘সহকারী প্রক্টর দিয়েই চলছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।
ঢাকা/হাবিবুর/রফিক