পিস্তলসহ আটক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি ভাঙচুর

1 day ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ময়মনসিংহে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। এদিকে আটক নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকরা পুলিশের গাড়িতে হামলার করেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর বলাশপুর মরাখলা এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

পিস্তলসহ আটক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি ভাঙচুর

আটক সজীব একই এলাকার মৃত এমরান হোসেনের ছেলে। তিনি মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, সজীবকে আটক করে থানায় নেওয়ার পথে তার সমর্থকরা বাধা দেয়। এসময় তারা সজীবকে ছিনিয়ে নিতে পুলিশের দুটি মাইক্রোবাসে ভাঙচুর চালায়। এতে রফিকুল ইসলাম নামে পুলিশের এসআই আহত হন।

তিনি বলেন, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু/এএইচ/এমএস

Read Entire Article